ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু করতে ও গ্রাহকদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ৩০০ কোটি টাকার কার্যকরী মূলধন সুবিধা চেয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। রোববার (৫ ডিসেম্বর) আলেশা মার্ট ‘ওয়ার্কিং ক্যাপিটাল’ হিসেবে ঋণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি জমা দেয়। আবেদনপত্রে প্রতিষ্ঠানটি দাবি করেছে, “আমরা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ক্রমবর্ধমান কোম্পানি; মাত্র ছয় মাসে আমাদের ১৪ বিলিয়নেরও বেশি লেনদেন হয়েছে।”

আবেদনে আরও বলা হয়, “আমাদের পরিকল্পনা ছিল ২০৩০ সালে বাজারের শীর্ষস্থানীয় হয়ে উঠার।” আলেশা মার্টের আবেদনপত্র অনুসারে, বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা ৫০ হাজার এবং এর অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১.৩ মিলিয়ন বা ১৩ লাখ। এছাড়া, প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৮ লাখ অর্ডার পেয়ে থাকে বলেও উল্লেখ করেছে।

প্রতিষ্ঠানটি ঋণের বিপরীতে ৩০০০ ডেসিমেল জমি বন্ধকসহ প্রয়োজনীয় জামানত দেওয়ার আশ্বাস দিয়েছে। আবেদনে বলা হয়েছে, “আমরা অপ্রত্যাশিত সমস্যাটি দক্ষতার সঙ্গে সমাধানের বিষয়ে আত্মবিশ্বাসী।”