ফ্রিল্যান্সারদের উত্সাহ বাড়াতে আয়ের ওপর ৪ শতাংশ প্রণোদনা দেবে সরকার। প্রাথমিকভাবে ৫৫টি স্বীকৃত প্ল্যাটফর্ম নির্বাচন করে দিয়েছে সরকার। রোববার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে তথ্যপ্রযুক্তি বিভাগ স্বীকৃত এসব মার্কেটপ্লেসের তালিকা প্রকাশ করে।
সার্কুলারে বলা হয়, ব্যক্তিপর্যায়ের ফ্রিল্যান্সাররা সফটওয়্যার ও আইটিইএস সেবা অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে রপ্তানি করে থাকে। সফটওয়্যার ও আইটিইএস সেবা রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পেতে হলে সংশ্লিষ্ট অনলাইন মার্কেটপ্লেসকে তথ্য ও যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ কর্তৃক স্বীকৃত হওয়ার শর্ত রয়েছে। প্রথাগত কোন চাকরি নয়,
দেশে থেকেই বিদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে সফটওয়্যার, ভিডিওকনটেন্ট, গ্রাফিক্স বা ওয়েব ডিজাইনের মত হাজারো প্রযুক্তি সেবা বিক্রি করা হচ্ছে। বর্তমানে ফ্রিল্যান্সিং বা এমন মুক্ত পেশায় দেশের ৬ লাখের বেশি মানুষ কাজ করছেন। তথ্যপ্রযুক্তি খাতে বছরে বর্তমানে যে ১০০ কোটি ডলার আয় হয়, তাতে ফ্রিল্যান্সারদের অবদান উল্লেখযোগ্য। তাদেরকে সরকারি স্বীকৃতির অংশ হিসেবে ফাইভার, আপওয়ার্ক, গুগল অ্যাডসেন্সসহ মোট ৫৫ মার্কেটপ্লেস থেকে আয়ের ওপর ৪ শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।