ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বেধে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ‘ইউক্রেনে সপ্তাহ ধরে চলমান ঘটনাগুলো উদ্বেগ বাড়াচ্ছে, যা সাধারণ মানুষের উদ্বেগ ও ভোগান্তি বাড়াচ্ছে। এ সংঘাত অর্থননীতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে, যা দীর্ঘমেয়াদে আরও খারাপ হতে পারে। এই সংঘাত এমন এক নাজুক সময়ে হচ্ছে যখন
কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারির অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল সারাবিশ্ব। এখন সেই পুনরুদ্ধার প্রক্রিয়ার বহু অর্জন হুমকিতে পড়বে।’
ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, শুক্রবার অনুষ্ঠিত আইএমএফের বোর্ডসভায় আমি সদস্যদের আশস্ত করেছি যে, আমরা যত দূর সম্ভব, যত পদ্ধতিতে সম্ভব ইউক্রেনকে সহায়তা করে যাব। আমরা বিশ্বব্যাংক গ্রুপ ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও হাত মিলিয়ে ইউক্রেনের সহায়তায় কাজ করব, যেন দেশটির সর্বোচ্চ উপকার নিশ্চিত হয়।’
‘ইউক্রেন কর্তৃপক্ষ ইতোমধ্যে সহায়তা চেয়েছে। নীতি সহায়তা ছাড়া ২২০ কোটি ডলারের তাত্ক্ষণিক সহায়তা তহবিল প্রস্তুত রয়েছে। সংঘাতের কারণে ইউক্রেন ছাড়াও এই অঞ্চলে এবং বিশ্বের অন্য অঞ্চলে উল্লেখযোগ্য অর্থনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে। আমরা সম্ভাব্য প্রভাবগুলো মূল্যায়ন করছি। আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সদস্যদের প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত রয়েছি’,- বলা হয় বিবৃতিতে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।