ইউনিটহোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ মিউচ্যুয়াল ফান্ড।
রোববার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, যেসব ফান্ড ইউনিটহোল্ডারদের হিসেবে লভ্যাংশ পাঠিয়েছে সেগুলো হলো: এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ফান্ডগুলো তাদের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে।
এর আগে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্টারদের জন্য এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ১৫ শতাংশ নগদ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড ১০ শতাংশ নগদ এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা কররছিল। এসব লভ্যাংশই ইউনিট হোল্ডারদের হিসাবে প্রেরণ করেছে ফান্ডগুলো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।