ভারত ও নেপালের সঙ্গে আঞ্চলিক পরিবহন ও বাণিজ্য বাড়াতে বাংলাদেশের অবকাঠামো সুবিধা ও শুল্কায়ন ব্যবস্থার উন্নয়নের চারটি প্রকল্পে অর্থায়নের প্রাথমিক সম্মতি দিয়েছে বিশ্ব ব্যাংক। এই চার প্রকল্পে প্রায় ৭৪ কোটি ডলার ঋণ দেওয়ার একটি রূপরেখা তুলে ধরে গতবছরের শেষ দিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) একটি চিঠি পাঠিয়েছে বহুজাতিক এই ঋণদাতা সংস্থা।
‘বিবিআইএন-এর আঞ্চলিক পরিবহন ও বাণিজ্য সুবিধা বৃদ্ধি কর্মসূচি (প্রথম পর্যায়)’ নামের একটি কর্মসূচির অধীনে এ চার প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে চিঠিতে। এ বিষয়ে জানতে চাইলে ইআরডির বিশ্বব্যাংক শাখার অতিরিক্ত সচিব আব্দুল বাকী বলেন, এ কর্মসূচিতে অর্থায়নের প্রাথমিক সম্মতির কথা আমাদের জানিয়েছে বিশ্ব ব্যাংক। কর্মসূচিতে নিজেদের যোগাযোগ ও আঞ্চলিক বাণিজ্য বিশেষজ্ঞ দিয়েও তারা সহযোগিতা করতে আগ্রহী।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।