আজ ১৪ ফেব্রুয়ারি। বছর ঘুরে এলো ভালোবাসা দিবস। যদিও সবাই বলে ভালবাসতে কোনো দিন, তারিখ, সময় প্রয়োজন পড়ে না। মন চাইলেই ভালোবাসা হয়। ভালোবাসার প্রতীক ফুল, আর ফুল মানেই ভালোবাসা। আজকের এই ভালোবাসা দিবসে প্রিয়তমাকে শুভেচ্ছা জানাতে সাধ্যমত উপহার কিনছেন প্রেমিকরা। একইসঙ্গে কিনছেন ফুলও।
দেখা যায়, শহরের অলিগলিতে পসরা সাজিয়ে বসেছে স্থায়ী-অস্থায়ী ফুলের দোকান। দোকানগুলোতে ক্রেতাদের ভিড় থাকায় ফুলের বাজার আজ চড়া। এসব স্থায়ী-অস্থায়ী দোকানগুলোতে লাল গোলাপ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। এছাড়া সাদা গোলাপ ৮০ থেকে ৯০ এবং ছোট আকৃতির লাল গোলাপ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এদিকে, সূর্যমুখী ১২০ টাকা ও গাঁদা ফুলের স্টিক ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া ছোট আকারের প্রতিটি ফুলে তোড়া বিক্রি হচ্ছে ২২০ থেকে ৩২০ টাকায়। মাঝারি ৩২০ থেকে ৫২০ এবং বড় ফুলের তোড়া গুলো ৫২০ থেকে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে। ফুল দোকানের মালিক করিম বলেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) অনেক দাম দিয়ে কিনতে হয়েছে ফুল। যাতায়াত ভাড়া, আনুষাঙ্গিক খরচ তো আছেই। বছরে একটি বার আমাদের ব্যবসা ভালো হয়, সে হিসেবে একটু তো দাম হবেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।