সারাদেশে আগামী রোববার থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম ধাপে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ পণ্য কেনা যাবে। দ্বিতীয় ধাপে কেনা যাবে ৩ এপ্রিল থেকে। তবে দ্বিতীয় ধাপে পণ্য বিক্রি কবে নাগাদ শেষ হবে, তা জানানো হয়নি।
বিশেষ এ কার্ডের মাধ্যমে একসঙ্গে পণ্য কিনতে পারবেন ঢাকা ও বরিশাল সিটি ছাড়া সারা দেশের ৮৭ লাখ ১০,০০০ মানুষ। ঢাকার দুই সিটি করপোরেশন এবং বরিশাল সিটি ফ্যামিলি কার্ডের আওতার বাইরে থাকবে। ঢাকার দুই সিটির ১২ লাখ এবং বরিশালের ৯০ হাজার উপকারভোগী পরিবার টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে পারবে।
শুক্রবার (১৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান বলেন, উপকারভোগী পরিবারের মাঝে ২ লিটার সয়াবিন তেল (১১০ টাকা লিটার), ২ কেজি চিনি (৫৫ টাকা দরে), ২ কেজি মসুর ডাল (৬৫ টাকা দরে)। দ্বিতীয় ধাপে ৩ এপ্রিল থেকে এসব পণ্যের সঙ্গে আরও ২ কেজি ছোলা (প্রতি কেজি ৫০ টাকা) যুক্ত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।