দেশের ১ কোটি মানুষকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের আওতায় আনা হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মাসব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। টিপু মুনশি বলেন,

ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়লে, দেশেও তার প্রভাব পড়তে পারে। তাই আসন্ন রমজানে ভর্তুকি মাধ্যমে ১ কোটি মানুষকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করবে সরকার।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত দামের বেশীতে কেউ দ্রব্য বিক্রি করলে প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরকে নির্দেশ দেয়া আছে আইনানুগ ব্যবস্থা নিতে।

 

কলমকথা / বিথী