সম্প্রতি করোনা মহামারী কমে আসার সাথে সাথে অর্থনীতির চাকা আগের মতো সচল হতে শুরু করেছে। বিভিন্ন ব্যাংকের কার্ডে লেনদেনের পরিমাণও বেড়েছে রেকর্ড পরিমাণে। এ ব্যাপারে ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, এখনও দেশের মানুষের ব্যক্তিগত লেনদেন নগদ টাকায় বেশি হচ্ছে।

তবে কার্ডের মাধ্যমেও প্রতি মাসে প্রায় ২৫ থেকে ২৬ হাজার কোটি টাকা লেনদেন হয়, যা আর্থিক খাতের মোট লেনদেনের তুলনায় হয়তো সামান্যই। ২০২০ সালের ডিসেম্বর শেষে ডেবিট কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ২৯১টি। ২০২১ সাল শেষে সেটা বেড়ে হয়েছে ২ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৮৫৯টি। এক বছরের ব্যবধানে কার্ড বেড়েছে ৩৯ লাখ ৮ হাজার ৫৬৮টি। কার্ড বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লেনদেনও।

ডিসেম্বরে ডেবিট কার্ডে লেনদেন হয়েছে ২৪ হাজার ৩৫৭ কোটি টাকা। এর আগে কখনো ডেবিট কার্ডে এক মাসে এত লেনদেন হয়নি। বাংলাদেশে ক্রেডিট কার্ড সেবায় শীর্ষে রয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, সরকারের প্রণোদনা ঋণ ও টিকার কারণে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।

মানুষ আবার আগের মতো চলাচল ও খরচ করতে শুরু করেছে। গ্রাহকদের খরচে আকৃষ্ট করতে আমরাও ক্রেডিট কার্ডে নানা অফার দিচ্ছি।

 

কলমকথা/বিসুলতানা