চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সঙ্গে তাল মিলিয়ে এবার বাজারে বেড়ে গেল মসলার দাম। ডিজেলের মূল্যবৃদ্ধির পরপরই এই দাম বাড়তে শুরু করে।

সপ্তাহের ব্যবধানে দেশে ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে দাম বেড়েছে অধিকাংশ মসলার। বেশি চাহিদার তিনটি মসলা জিরা, এলাচ ও বাদামের দাম সর্বোচ্চ ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও আসন্ন শীত মৌসুমের উৎসব অনুষ্ঠানকে ঘিরে এ দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন, ডিজেলের মূল্যবৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।