গত এক সপ্তাহের মধ্যে দেশে অস্বাভাবিকভাবে লবণের দরপতন হয়েছে। ফলে লবণ চাষের ভরা মৌসুমেও উৎপাদন খরচ তুলে আনতে পারছে না চাষিরা। এ অবস্থায় ন্যায্যমূল্য বঞ্চিত হয়ে দেশের একমাত্র লবণ উৎপাদন কেন্দ্র কক্সবাজারের লবণচাষিরা হতাশ হয়ে পড়েছে।
সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ চাষিদের। ৮০০ থেকে সাড়ে ৮০০ টাকা দরের এক বস্তা (৮০ কেজি) লবণ এখন কেনা হচ্ছে মাত্র সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকায়।
এতে উৎপাদন খরচও পাচ্ছে না চাষিরা। এক মণ লবণ উৎপাদনে খরচ হয় ৩১৭ টাকার মতো। কিন্তু বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র ২০০ থেকে ২৫০ টাকা। এ পরিস্থিতিতে উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় রেখে লবণ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিতের জন্য কক্সবাজার লবণচাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ দাবি তুলে ধরা হয়। বিসিকের হিসাবমতে, কক্সবাজার ও বাঁশখালীর কিছু অংশ নিয়ে প্রায় ৫৭ হাজার ২৭০ একর জমিতে এ বছর লবণ চাষ হয়েছে। এতে অন্তত ৫৫ হাজার লবণচাষি রয়েছে। এ বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ লাখ মে. টন। ইতোমধ্যে সাড়ে ৮ লাখ মে. টন লবণ উৎপাদিত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।