শুক্রবার রাত থেকে দেশে জ্বালানি তেলের দাম হঠাৎ করেই রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। এই মূল্যবৃদ্ধির মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বাজারে চড়া দাম আসে সব পণ্যের।
দিনকেদিন যেনো তা আরও বাড়ছে, স্বস্তি মিলছে না কোথাও। জ্বালানি তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনে। বেতন বাড়েনি বেড়েছে শুধু খরচ।
সাধ থাকলেও সাধ্য থাকছে না কারোরই। নতুন করে সবজি, মুরগি এবং আটা, ময়দা, চাল, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।
সবকিছুতে ব্যয় বাড়লেও মধ্যবিত্ত-নিম্নবিত্তের আয় বাড়েনি। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। মিরপুর ইব্রাহিমপুরের মুদি দোকানদার আলম মিয়া বলেন, দুইদিন আগেও ১২০ টাকা ডজন পোল্ট্রির ডিম বিক্রি করেছি। আজ করছি এখন ১৩৫ টাকা।
আমি দুইদিন পরপর মহাজন থেকে মাল কিনে এনে বিক্রি করি। আমার মজুদ করার সুযোগ নেই। তবে ইব্রাহিমপুরের দুয়েকটা দোকানে আগের দোকানে বিক্রি করছে, তারা পুরান মাল বিক্রি করছে।
‘আমার দোকান থেকে যারা বাকি নেয় মাসিক চুক্তিতে তারা সবাই পরিচিত কাস্টমার। তারা যখন বলে ভাই বেশি নিচ্ছেন কেন.. এটা নিয়ে আরও মুশকিলে পড়েছি।’- যোগ করেন তিনি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।