আগামীকাল মঙ্গলবার (২২ মার্চ) থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক থেকে খেজুর কিনতে পারবেন ক্রেতারা। সোমবার (২১ মার্চ) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি খেজুর কিনতে পারবেন। প্রতি কেজি খেজুরের দাম রাখা হবে ৮০ টাকা। শুধু ঢাকার দুই সিটি কর্পোরেশনে টিসিবির ট্রাক থেকে খেজুর পাওয়া যাবে। বর্তমানে ঢাকায় টিসিবির ট্রাক থেকে ক্রেতারা ২ কেজি করে চিনি, মশুর ডাল, পেঁয়াজ, ৪ কেজি ছোলা ও ২ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন।
প্রতি কেজি চিনির দাম ৫৫, ডাল ৬৫, পেঁয়াজ ৩০, ছোলা ৫০ এবং প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা। তবে ঢাকার বাইরের ক্রেতারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাচ্ছেন শুধু ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল।খেজুর ও ছোলা ঢাকার বাইরে বিক্রি শুরু করা হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।