গত ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ সন্দেহজনক লেনদেন রিপোর্টিং হয়েছে। ওই বছর মোট ৫,২৮০টি সাসপিসিয়াস ট্রানজেকশন রিপোর্ট (এসটিআর) করে রিপোর্ট প্রদানকারী বিভিন্ন সংস্থা।
যা তার আগের অর্থবছর ছিল ৩৬৭৫টি। মঙ্গলবার (১৫ মার্চ) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআিইউ) প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ, বিএফআইইউর মহাব্যবস্থাপক এ বি এম জহুরুল হুদা, ডিজিএম কামাল হোসেন প্রমুখ।
কলমকথা / সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।