করোনায় ক্ষতিগ্রস্ত অভিবাসী শ্রমিক, বেকার যুবক এবং গ্রামীণ উদ্যোক্তাদের দ্বারা চালিত কুটির ও ক্ষুদ্র উদ্যোগে (সিএমএসই) সহায়তার জন্য ১২৯০ কোটি টাকার ঋণ তহবিল গঠন করেছে সরকার।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘দ্য সাপোর্টিং পোস্ট কোভিড স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট মূলত নারী উদ্যোক্তাদের উপর বিশেষ গুরুত্ব দেবে। ৫ বছরের জন্য একক ঋণগ্রহীতাকে সর্বাধিক ৫০ লাখ টাকা ঋণও দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে জানা গেছে এই তথ্য। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল বলেন, সিএমএসএমই খাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণ খুবই কম ছিল। কেন্দ্রীয় ব্যাংক এ খাতের ঋণ বাড়াতে গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) সকল ব্যাংকের এমডিদের নিয়ে বৈঠক করেছে। বৈঠকে গভর্নর লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে ৭,১১৭ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যা মোট লক্ষ্যমাত্রার ৩৬.৮০%।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।