![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/shop.jpg)
গ্রামে নিত্যপণ্যের দাম শহরের চেয়ে বেশি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস-এর মাসিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৬ দশমিক ০৫ শতাংশ। জানুয়ারিতে শহরের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ।
কিন্তু গ্রামে এ হার ৬ দশমিক ০৭ শতাংশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মাসে খাদ্যপণ্যের ক্ষেত্রে গ্রামে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশ। তবে শহরে এই হার ৪ দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ একই পণ্য গ্রাম থেকে কিনতে হলে শহরের তুলনায় বেশি দাম দিতে হচ্ছে। ওই হিসাবে দেখা গেছে, শহরে তুলনায় গ্রামের নিত্যপণ্যের দাম বেশি।
খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে দেখা গেছে, গ্রামে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ০৭ শতাংশ আর শহরে হয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ। এক্ষেত্রে শহরের চেয়ে গ্রামে দাম কিছুটা কম। এদিকে, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির চাপে সাধারণ মানুষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।