সরকারের দেওয়া চাল আমদানির লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। অনুমতি পেলে আবারও চাল আমদানি শুরু হবে বলে জানিয়েছেন চাল আমদানিকারকরা। রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। তিনি জানান,
ভারত থেকে গত ২৫ আগস্ট এই বন্দরে চালের আমদানি শুরু হয়। দেশের বিভিন্ন বন্দরে ৪০০ জন আমদানিকারক ১৫ লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমতি পায়। এর মধ্যে ১৪ লাখ ৫৩ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল ও ১ লাখ ৯৭ হাজার মেট্রিকটন চাল আমদানি করা হয়েছিল। চালগুলো ৩৭০ থেকে ৩৮০ ডলারে এবং চিকন চাল ৪২৫ থেকে ৪৭০ ডলারে আমদানি হয়েছে।
তিনি আরও জানান, চাল আমদানির লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় রোববার (৩১ অক্টোবর) থেকে চাল আমদানি এদেশের সরকার বন্ধ করে দিয়েছে। কৃষকদের বাঁচাতে সরকার এ ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। তবে সরকার অনুমতি দিলে ভারত থেকে এই স্থলবন্দরে আবারও চাল আমদানি শুরু করবেন আমদানিকারকরা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।