আগামী ছয় মাসের মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে চালু করতে চায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

চালুর লক্ষ্যে বর্তমান পরিচালনা পর্ষদ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার (২২ নবেম্বর) বিকেলে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পর্ষদ বিএসইসিকে জানিয়েছে যে, পর্ষদ কোম্পানিটি চালু করতে চায়।

 

আমানতকারী ও বিনিয়োগকারীদের পাওনা কীভাবে পরিশোধ করা যায় সেজন্য কোম্পানিটি দ্রুত চালুর লক্ষ্যে কাজ করছে। কোম্পানির বর্তমান অবস্থা নিয়ে বিশেষ বৈঠকে এই তথ্য জানানো হয়। বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বিএসইসির নির্বাহী পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর কোম্পানির পক্ষে পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।