এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো কোনোভাবেই ঠিক হয়নি। বিশ্ববাজারে এখন জ্বালানি তেলের দাম কমছে।
দেশেও দাম কমানোর বিষয়টি বিবেচনার সময় এসেছে। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়ানো উচিত ছিল।
এক লাফে লিটারে ১৫ টাকা দাম বাড়ানো ঠিক হয়নি। তেলের দাম বাড়ানোর আগে রপ্তানিতে যেসব ক্রয়াদেশ এসেছিল সেগুলোর উৎপাদন খরচ এখন তুলনামূলক বেশি পড়বে। এতে রপ্তানিকারকরা আর্থিক ক্ষতির মুখ পড়বেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।