ঠাকুরগাঁওয়ে নতুন আলুর ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। গত বছর যে আলু মাঠেই বিক্রি হয়েছিল ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে, এবার তা বিক্রি হচ্ছে মাত্র ৬ টাকায়। কৃষি বিভাগ বলছে, মজুদ আলু শেষ হলেই প্রকৃত দাম পাবে কৃষকেরা। ঠাকুরগাঁওয়ে নতুন আলু নিয়ে বিপাকে কৃষক। আগাম এ আলুর দাম কমে কেজি ছয় টাকা হলেও মিলছে না ক্রেতা। কৃষকরা জানান, এক বিঘা জমিতে আগাম আলু উৎপাদন করতে ব্যয় হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা।
কিন্তু ৫-৬ টাকা কেজি দরে বিক্রি করায় বিঘা প্রতি পাওয়া যাচ্ছে মাত্র ১৫-১৬ হাজার টাকা। এক আলু চাষী জানান, ‘আলু চাষে আমাদের খরচ ২৫ থেকে ৩০ হাজার, কারও কারও ৪০ হাজার টাকা। দাম কম থাকার কারণে এবার বিঘা প্রতি ২০-২৫ হাজার টাকা লোকসান হচ্ছে।’ এবার জেলার ২৭ হাজার ৬৪৭ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এরইমধ্যে দুই হাজার ৭৭০ হেক্টর জমির আলু বাজারে উঠেছে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।