শেয়ারবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি পেনিনসুলার পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২১) এবং দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫২ শতাংশ বেড়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানির চলতি অর্থবছরের ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৪২ টাকা। সে হিসেবে কোম্পানির আয় ০.২২ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.১৫ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা ০.১৮ টাকা বা ১২০ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৯২ টাকায়।

 

কলমকথা/সাথী