সোনার   দাম পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা থেকে ১ হাজার ১৬৭ টাকা কমেছে। সোমবার (২৫ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। সোনার নতুন দাম মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। বাজুস জানায়, স্থানীয় বুনিয়ন মার্কেটে সোনার দাম কমেছে। তাই, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৭ হাজার ৬৮২ টাকায় বিক্রি হবে।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৩ হাজার ৭১ টাকায় বিক্রি হবে। তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৯৩৩ টাকায় বিক্রি হবে। সোমবার (২৫ এপ্রিল) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৮ হাজার ৮৪৯ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৫ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৪ হাজার ৫৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৩ হাজার ৮২৯ টাকায় বিক্রি হয়েছে।