দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কেজি কাঁচামরিচের দাম বেড়েছে ৩০ টাকা। প্রকারভেদে ৫০ টাকার কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। রাতারাতি নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির দাম বাড়ায় ক্ষিপ্ত সাধারণ ক্রেতারা।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে হিলি বাজার গিয়ে দেখা যায়, পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৬ টাকা দরে। সেই মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। কিন্তু গত রোববার (৬ মার্চ) বিকেলেও এই বাজারের পাইকাররা কাঁচামরিচ ৪৮ টাকা দরে বিক্রি করেছেন। খুচরা বাজারে মূল্য ছিল ৫০ থেকে ৫৫ টাকা।

খুচরা মরিচ ব্যবসায়ীরা জানান, কাঁচামরিচের পাইকারি ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছে। খুচরা ব্যাবসায়ীদের এমন অভিযোগ অস্বীকার করে পাইকাররা জানান, মরিচের উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে।

বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম  বলেন, ‘হিলি বাজারের কথা আর কি বলবো? দুই দিনের মধ্যে কাঁচামরিচের দাম এতো টাকা বেড়ে যাবে তা কল্পনাও করিনি।’

হিলি বাজারের খুচরা ব্যবসায়ী সোহেল রানা  বলেন, ‘কাঁচামরিচের দামটা হঠ্যাত করেই বেড়ে গেছে। রোববার ৪৮ টাকা কেজি পাইকারি কিনে, তা ৫০ থেকে ৫৫ টাকা খুচরা বিক্রি করেছিলাম। অথচ আজ সকাল থেকেই ৭০ থেকে ৭৬ টাকা কেজি পাইকারি দাম ধরছে, তা আমরা আবার ৮০ টাকা কেজিতে বিক্রি করছি।’

হিলি বাজারের কাঁচামরিচ পাইকারি ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘আমরা জয়পুরহাট জেলার বিভিন্ন স্থান থেকে কাঁচামরিচ কিনে আনছি। বর্তমান ভারত থেকে কাঁচামরিচের আমদানি বন্ধ আছে। যদি আবার আমদানি চালু হয় তাহলে মরিচের দাম নাগালের মধ্যে আসবে।’

 

কলমকথা/ বিথী