বাংলাদেশের ইপিজেডে বিনিয়োগকারী দেশের তালিকায় সবার উপরে রয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির ৭১ জন বিনিয়োগকারী ইপিজেডগুলোতে বিনিয়োগ করেছেন।

এছাড়া রপ্তানি আয়, বৈদেশিক বিনিয়োগ এবং কর্মসংস্থানে ব্যাপক অবদান রাখা এসব ইপিজেডে বিনিয়োগ রয়েছে চীনের ৫৬ জন, হংকংয়ের ২৮ জন, জাপানের ৩১ জন, তাইওয়ানের ২৫ জন এবং ভারতের ২০ জন বিনিয়োগকারীর।

বেপজা সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি বলছে, ইপিজেডগুলোতে বিনিয়োগের অনুকূল পরিবেশ, মুনাফা নিজ দেশে নেয়ার সুযোগসহ সব ধরনের সুবিধা থাকায় বিদেশী কোম্পানিরা বিনিয়োগে আগ্রহী হচ্ছে।