বাস ও লঞ্চ মালিকরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিলেও সেটি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য চলমান কর্মবিরতি অব্যাহত রাখবে বলে তারা জানিয়েছে। এদিকে চলতে থাকা ধর্মঘটের ফলে ৩৬০ মিলিয়ন বা ৩৬ কোটি ডলারের পণ্য আটকে রয়েছে রপ্তানিকারকদের।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভাইস-প্রেসিডেন্ট মো: শহীদুল্লাহ আজিম বলেন, “ধর্মঘটে বন্দরে অতিরিক্ত তিনদিন পড়ে থাকার কারণে আমাদের আড়াই লাখ ডলার জরিমানা গুনতে হয়েছে।” বন্দর কর্মকর্তারা জানান, একটি জাহাজকে সাধারণত বন্দরে এক দিন বেশি অবস্থানের জন্য ১০ হাজার থেকে ১২ হাজার ডলার দিতে হয়; এটি কন্টেইনারের আকারের উপর নির্ভর করে।