শেয়ারবাজারের সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২২ জুন)। এদিন সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে সূচক। ধীরগতি রয়েছে লেনদেনে।
আগের দিনগুলোর মতো আজও বিক্রেতার তুলনায় ক্রেতা কম রয়েছে শেয়ারবাজারে। ফলে শেয়ার বিক্রির আদেশ দিয়েও বিক্রি করতে পারছেন না অনেকে। উল্টো শেয়ারের দাম কমছে। তাতে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ পয়েন্ট। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট।
ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার (২২ জুন) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৭টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টির দাম।
এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৮ কোটি ২৪ লাখ ৪২ হাজার টাকা। বাজারটিতে আগের দিন লেনদেন হয়েছিল ১৭৩ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন হয়েছে ১ কোটি ১৪ লাখ ৬৫১ টাকার শেয়ার। বাজারটিতে এর আগের দিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৮২৮ টাকার শেয়ার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।