![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/d83cb4a4-94b7-411c-bf25-4ac31e947297_wl.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
ভোজ্যতেলের দাম বাড়ার প্রস্তাব নাকচ করা হলেও সরকারী সিদ্ধান্ত উপেক্ষা করে রিফাইনাররা তেলের দাম বাড়িয়ে যাচ্ছেন। এতে করে স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ভোগ্যপণ্যের দাম। খুচরা বাজারে ব্র্যান্ড ভেদে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে-৭৫০-৭৯০ টাকা।
এছাড়া খোলা প্রতিলিটার সয়াবিন তেল কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে ১৫০-১৫৫ টাকা। এছাড়া প্রতিলটার বোতলজাত সয়াবিন তেল ব্র্যান্ডভেদে ১৬০-১৬৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। প্রতিলিটার পামওয়েল খোলা ১৩৫-১৪০ এবং পামওয়েল সুপার ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
ফার্মগেট কাঁচা বাজার থেকে ভোজ্যতেল কিনছিলেন পূর্ব রাজা বাজারের বাসিন্দা হালিম সরকার। তিনি বলেন, দফায় দফায় বাড়ছে ভোজ্যতেলের দাম। অথচ বাইরের দেশে কমছে। সরকারী সিদ্ধান্ত উপেক্ষা করেই তেলের দাম বাড়ানো হচ্ছে।
ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার হওয়া প্রয়োজন। ওই বাজারের মুদি পণ্যের ব্যবসায়ী মো. জালাল শিকদার বলেন, পাইকারি বাজার হিসেবে খ্যাত মৌলভী বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছেই। আর এ কারণে খুচরায়ও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।