ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য রোববার ও সোমবার (৬-৭ ফেব্রুয়ারি) এই দুইদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) থেকে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে।
সাজেকের খাসরাং হিল রিসোর্টের ম্যানেজার সুব্রত চাকমা বলেন, নির্বাচনের জন্য সাজেক পর্যটন স্পট বন্ধ থাকার পর আজ থেকে খুলে দেয়া হচ্ছে। মঙ্গলবার থেকে তাদের রিসোর্টে বুকিং রয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু বলেন, আজ থেকে সাজেক আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে।
গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা এবং সাজেকে পর্যটকবাহী সব ধরনের যানবাহন চলাচল এবং পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।