পুঁজিবাজারে আসতে চায় ইসলাম অক্সিজেন লিমিটেড। এলক্ষ্যে কোম্পানিটি আগামী ২৫ অক্টোবর রোড শো করবে। ওইদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর রেডিশন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই রোড শো অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, রোড শোতে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশি বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের উপস্থিত থাকবে।
আইপিওতে কোম্পানির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং রেজিস্ট্রার টু দ্যা ইস্যুরের দায়িত্বে রয়েছে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।