পেট্রোবাংলার সকল কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কোম্পানি গঠনের পর বিভিন্ন সময় সম্পদ মূল্যায়নের কথা থাকলেও তা নিয়মিত হয় না বলে জানা গেছে। ফলে কোম্পানির সম্পদ ঠিক কী পরিমাণ তার সঠিক হিসাব নেই।
হিসাব জানতে অতীতের তথ্যের ওপর নির্ভর করতে হয়। এতে করে দাতা সংস্থার অর্থায়নেও জটিলতা দেখা দেয়। জানা গেছে, সরকারি এসব কোম্পানির স্থাবর অনেক সম্পত্তির নামজারিই হয়নি। ফলে সারাদেশে কোম্পানিগুলোর সম্পদের হিসাব পেট্রোবাংলার কাছে নেই। অন্যদিকে বিদ্যুৎ বিভাগ ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) করেছে। তারা এর মাধ্যমে সম্পদের হিসাব করেছে। কিন্তু একই মন্ত্রণালয়ের অধীন অন্য একটি বিভাগ এখনও তা করে উঠতে পারেনি। জ্বালানি বিভাগ বলছে, সম্পদের পুনর্মূল্যায়ন সম্ভব হলে কোম্পানির আকার বড় হবে। কোম্পানির মূলধনি বিনিয়োগ বাড়ানো যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।