সারাদেশের ন্যায় রাজশাহীতে সাশ্রয়ী মূল্যে দুই লাখ ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার (২০ মার্চ) প্রথম দিনে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য নিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় নগরীর বিভিন্নস্থানে।
এছাড়াও রাজশাহীর নয় উপজেলায় টিসিবির পণ্য নিতে সাধারণ মানুষের উপস্থিতিও ছিলে বেশ চোখে পড়ার মত। এদিকে, কম মূল্যে টিসিবির পণ্য হোতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।
রাজশাহী জেলা প্রসাশনের সূত্র মতে, আজ ২০ থেকে ২৯ মার্চ পর্যন্ত রাজশাহী জেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে মোট দুই লাখ মানুষের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডালের প্যাকেট দেয়া হবে। আর দ্বিতীয় কিস্তির পণ্য দেয়া হবে ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত। সেখানে পণ্য যোগ হবে দুই কেজি করে ছোলা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।