ফ্রিজ, মোটরসাইকেল, কম্প্রেসার ও এয়ার কন্ডিশনার নির্মাণ প্রতিষ্ঠানের কর্পোরেট কর কমিয়ে ১০% করা হয়েছে। ২০৩২ সালের জুন পর্যন্ত ফ্রিজার, ফ্রিজ, মোটরসাইকেল, কম্প্রেসার ও এয়ার কন্ডিশনার নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো শর্ত সাপেক্ষে এ সুবিধা পাবেন।

এনবিআর সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল খাতে দেশি শিল্প সুরক্ষায় এমন বাড়তি সুবিধা দেয়া হলো।

বর্তমানে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন ইলেকট্রনিক পণ্য সংযোজনকারী এবং নির্মাতাদের আয়ের ওপর ৩০% কর দিতে হয়। তালিকাভুক্ত কোম্পানিগুলো ২২.৫% কর দেয়।