গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া ১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ৬৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে মোংলা মাছ বাজারে ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করেন জেলে কুতুবআলী।
এর আগে, রোববার গভীর রাতে সাগরে জেলে কুতুবআলী’র জালে মাছটি ধরা পড়ে। মাছটি ক্রয় করেন মোংলার রাইজিং ফিস আড়তের মালিক দ্বীন ইসলাম। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। মোংলা উপজেলার জয়খাঁ গ্রামের জেলে কুতুব আলী বলেন,
সাগরে মাছ ধরতে গেলে মাঝে মধ্যে কিছু শাপলাপাতা মাছ পাওয়া যায়। তবে এত বড় মাছ আমার জালে এই প্রথম। বাজারে এই মাছের অনেক চাহিদা। তবে পাইকাররা আমাদের দাম খুব কম দেয়।
মাছ ক্রেতা দ্বীন ইসলাম বলেন, দশ মণ ওজনের মাছটি আমি ৬৫ হাজার টাকায় কিনেছি। খুচরা বাজারে কেটে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করার আশা রয়েছে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।