করোনার ক্ষতি থেকে সুরক্ষায় নগর স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের অনুকুলে ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক, যা স্থানীয় মুদ্রায় আড়াই হাজার কোটি টাকা। ওয়াশিংটনে সংস্থার সদর দপ্তর থেকে গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এ অনুমোদন দেওয়া হয়।

‘দ্য লোকাল গভর্নমেন্ট কভিড-১৯ রেসপন্ড অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ নামে একটি প্রকল্পের আওতায় এ ঋণ পাচ্ছে বাংলাদেশ। এর মাধ্যমে প্রায় ৪ কোটি নগরবাসী উপকৃত হবেন। এদিকে, বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং ক্ষয়ক্ষতি থেকে কার্যকরভাবে পুনরুদ্ধারে নগরকেন্দ্রিক স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা দেওয়া হবে এ ঋণের অর্থে।

দেশের ১০টি সিটি করপোরেশন এবং ৩২৯ পৌরসভা এ প্রকল্প থেকে দুই বছর ভিত্তিতে তহবিল পাবে। এর মাধ্যমে স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠান জরুরি সেবা ও অবকাঠামোর উন্নয়ন করবে। এছাড়া অর্থনীতির পূনরুদ্ধার ও জলবায়ুর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও দুর্যোগ এবং আগামীতে রোগের প্রাদুর্ভাব থেকে সুরক্ষায় পদক্ষেপ নিতে পারবে। করোনাকালে লকডাউনে ক্ষতিগ্রস্ত নগরদরিদ্র এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জীবিকা ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়ক কার্যক্রমে সহযোগিতা দেওয়া হবে।

 

কলমকথা/সাথী