ইউক্রেনে হামলার পর পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়া। সরাসরি যুদ্ধে যোগ না দিলেও পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞার প্রভাব ভালোমতোই পড়েছে রাশিয়ার অর্থনীতিতে। এর প্রভাব ভালোভাবে টের পাচ্ছে মস্কো।

বিভিন্ন দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাবে লাফিয়ে লাফিয়ে দাম কমছে দেশটির মুদ্রা রুবলের। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ডলারের বিপরীতে এর দাম কমেছে ৩০ শতাংশের কাছাকাছি। এরফলে বাংলাদেশি মুদ্রার থেকেও দাম কমে গেছে রুবলের।

সোমবার এই রিপোর্ট লেখার সময় গুগল ফাইন্যান্স অনুযায়ী, বাংলাদেশি ১ টাকা কিনতে এখন খরচ করতে হবে রাশিয়ার ১ দশমিক ২৭ রুবল। এক মার্কিন ডলারের দাম এখন ১১৪ রুবলেরও বেশি। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মূল লক্ষ্যবস্তু ছিল রাশিয়ান আর্থিকব্যবস্থা।

 

কলমকথা / বিথী