আসছে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ সুতার দর আবার বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তুলার সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ার কারণে এই সংকট তৈরি হতে পারে জানিয়ে সংগঠনটি বলছে, সেক্ষেত্রে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের উৎপাদন এবং রপ্তানি ব্যাহত হবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই ইঙ্গিত দেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন। রাজধানীর পান্থপথে সংগঠনের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রসঙ্গত, প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক উৎপাদনে প্রধান কাচামাল সুতা এবং কাপড়ের বড় যোগানদাতা বিটিএমএভুক্ত বস্ত্রকলগুলো। পোশাকের নিট ক্যাটাগরির শতভাগ এবং ওভেনের ৪০ ভাগ সুতা কাপড় এই মিলগুলো সরবরাহ করে থাকে। এতে পোশাক উৎপাদন এবং রপ্তানিতে দর এবং সময় সাশ্রয় হচ্ছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৈরি পোশাক খাতকে কিছুটা এগিয়ে রাখছে এই সুবিধা।

বি/ সুলতানা