করহারের পরিমাণ বেশি হওয়ায় অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করা থেকে বিরত থাকেন বলে মনে করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তাই এই করগার কমানোর প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০২২-২০২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে এই প্রস্তাব দেয় বিডা। আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বিডার আন্তর্জাতিক বিনিয়োগ উন্নয়ন বিভাগের ডিজি শাহ মোহাম্মদ মাহবুব বলেন, নতুন বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নে কর্পোরেট করহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের আগে পার্শ্ববর্তী এবং প্রতিযোগী দেশগুলোর কর্পোরেট করহার বিবেচনা করে সিদ্ধান্ত নেন। তাই নতুন বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে এই হার কমানো প্রয়োজন।

 

কলমকথা/বি সুলতানা