‘জিরো কোভিড‘ নীতি থেকে সরে এসেছে চীন। এতে করে বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে, এমন খবরে গত ৩ সপ্তাহের মধ্যে জ্বালানির দাম সর্বোচ্চে উঠেছে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ব্রেন্ট ক্রুড ও ইউএস ক্রুড উভয়ের দামই গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছে। এদিন ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩৮ ডলার হয় এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৮০ ডলারে উঠে যায়।
উভয় বেঞ্চমার্কই গত ৫ ডিসেম্বরের পর বর্তমানে সর্বোচ্চে রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম বুধবার (২৮ ডিসেম্বর) ৯ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪২ ডলারের পৌছেছে। আর ইউএস ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৯ দশমিক ৬৩ ডলার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।