দারিদ্র্যতা নিরসন, বৈষম্য হ্রাস, অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইএডিএ) থেকে আরও ৫ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ। আগামী ৩ বছরের জন্য এ অর্থ চাওয়া হয়েছে।

বিশ্বব্যাংক-আন্তর্জাতিক মানিটারি ফান্ড (ব্যাংক-ফান্ড) এর বসন্তকালীন সভায় এ চাহিদার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি দল। বিশ্বব্যাংক এতে ইতিবাচক রয়েছে।

সম্প্রতি বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটনে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধি দলের একজন সদস্য এ তথ্য জানিয়েছেন। আইডিএর ৩ বছর মেয়াদি তহবিল পরিকল্পনার অধীনে বর্তমান মেয়াদে ৪.২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পেয়েছে বাংলাদেশ।

২০২২ থেকে ২৫ অর্থবছরের জন্য আইডিএর প্যাকেজে ৯৩ বিলিয়ন ডলার তহবিল রয়েছে। দারিদ্র্যতা নিরসন, বৈষম্য হ্রাস, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ তহবিল থেকে সহায়তা দেওয়া হয়ে থাকে। শূন্য বা সামান্য সুদে এ তহবিল থেকে এ পর্যন্ত ৭৪টি দেশকে ঋণ সহায়তা দেওয়া হয়েছে।