রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের কারণে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়তই বাড়ছে ভোজ্যতেলের দাম। এতো অল্প সময়ের মধ্যে দ্রুত দাম বাড়ায় প্রয়োজনের অতিরিক্ত কিনে করছেন মজুত করে রাখছেন ক্রেতারা। এর ফলে বাজারে ভোজ্যতেলের আরও অস্থির হয়ে উঠার আশঙ্কা রয়েছে।
বিদেশি এক গণমাধ্যমের প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের কারণে বাড়তে পারে চকলেট ও ইন্সট্যান্ট নুডুলসসহ অন্য পণ্যের দামও। ইতোমধ্যেই বাংলাদেশের বাজারে আটার দাম বেড়েছে। কারণ বিশ্বের অন্যতম দুই গম উৎপাদনকারী দেশ রাশিয়া ও ইউক্রেন।
রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা দেয়ার প্রভাবে আরও অনেক পণ্যের দাম বাড়তে পারে। এর মধ্যে পাম তেলের দাম বেড়েছে। গত বছরের জুনের তুলনায় পাম তেলের দাম দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। আর ইউক্রেনের রপ্তানি করা সানফ্লাওয়ার তেলের দামও প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।