সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
এদিন বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ১৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৯৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬০৮ পয়েন্টে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৯৬টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৭২টির।
অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫২৬ পয়েন্টে অবস্থান করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।