২০২২ সালে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিনের স্থবিরতা ভেঙে চাঙ্গা হচ্ছে বেসরকারি খাত। এরই মধ্যে এ খাতে বাড়তে শুরু করেছে বিনিয়োগ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দুই বছর পর দুই অঙ্কে পৌঁছেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। গত নভেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি অক্টোবরের চেয়ে দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১০ দশমিক ১১ শতাংশে উঠেছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, অর্থনীতি চাঙ্গা হওয়ার কারণে ব্যাংকিংয়েও চাঞ্চল্য ফিরেছে। বেড়েছে ঋণের চাহিদা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. জায়েদ বখত বলেন, ‘এখন নতুন ও পুরনো দুই ধরনের প্রকল্পেই বিনিয়োগ হচ্ছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহও বেড়েছে। ফলে নতুন বছরে বিনিয়োগ বাড়বে।’

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। রেমিট্যান্স ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই এখন ইতিবাচক। উদ্যোক্তারা নতুন পরিকল্পনা করে বিনিয়োগ করছেন। সব কিছুর প্রভাবই পড়ছে বেসরকারি খাতের ঋণ প্রবাহে।’