ব্যাংক খাতে আমানতের গড় সুদহার সামান্য বেড়েছে। একই সময়ে কিছুটা কমছে ঋণের সুদহার। এতে ঋণ ও আমানতে সুদহারের গড় ব্যবধান বা স্প্রেড আরও কমেছে। গত ফেব্রুয়ারির শেষে গড় ব্যবধান নেমেছে ৩.০৮% এ।

যা জানুয়ারিতে ৩.১২% এবং গত বছরের ডিসেম্বরে ৩.১৯% ছিল। ২০২০ সালের এপ্রিলে ঋণে সুদহারের সর্বোচ্চ সীমা ৯% নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে আমানতের সুদও ব্যাপক কমছিল। এরকম পরিস্থিতিতে গত ৮ আগস্ট এক নির্দেশনার মাধ্যমে ব্যক্তি পর্যায়ের মেয়াদি আমানতে ৩ মাস আগের গড় মূল্যস্ফীতির কম সুদ না দেয়ার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যাংক খাতে আমানতের গড় সুদহার দাঁড়িয়েছে ৪.০২%। তার আগের মাসে যা ৪.০১% এবং গত ডিসেম্বরে ৩.৯৯% ছিল। একই সময়ে ঋণের সুদহার কমে ফেব্রুয়ারিতে ৭.১০% এ নেমেছে। আগের মাসে যা ৭.১৩% এবং গত ডিসেম্বরে ৭.১৮% ছিল। গত কয়েক মাসে আমানতের গড় সুদ সামান্য বাড়লেও ঋণে কমার ফলে দু’য়ের মধ্যে ব্যবধান কমছে।

 

 

কলমকথা/ বিথী