ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আগামী বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে দুই দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ব্যবসায়ীরা দুই দিনের বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এবং মাঝখানে একদিন শুক্রবার সাপ্তাহিক বন্ধ। সবমিলিয়ে শনিবার (১৯ মার্চ) পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে এই বন্দর।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে,
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ এবং পবিত্র শবে বরাত উপলক্ষে শনিবার বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ওই সময়ে দুই দেশের যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।