ব্যাংক হিসাব থেকে ৭৬ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্র্যাক ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবুল হাসনাতকে ৫ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত- ৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন।
এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শরীফুল ইসলাম। উল্লেখ্য, ২০১৪ সালের ২২ আগস্ট রাজধানীর গুলশান থানায় অর্থ আত্মসাতের মামলাটি করেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজার শেখ তারেক নেওয়াজ। মামলার অভিযোগে বলা হয়,
আসামি আবুল হাসনাত ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসাবে কর্মরত থাকাকালে অফিসের হিসাব থেকে ২০১৩ সালের ১৮ এপ্রিল স্ত্রী খন্দকার নাসরীন মোর্শেদার হিসাবে ৪৩ লাখ ৭৯ হাজার তিনশ টাকা এবং একই বছর ২৫ এপ্রিল তার আত্মীয় রহমত উল্লাহর হিসাবে ৩২ লাখ ৩২ হাজার চারশ টাকা হস্তান্তর করে আত্মসাত করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৫ মার্চ আদালতে চার্জশিট জমা দেন দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।