ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে তোলা নিন্দা প্রস্তাবে রাশিয়ার বিপক্ষে ভোটদানে বিরত থাকে উপমহাদেশের তিন প্রভাবশালী দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। এর ফলে পাকিস্তানের খোলামেলা নিন্দা জানাতে শুরু করে ইউরোপ-আমেরিকার নেতৃবৃন্দ।

এবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারতে সফরে এসেছেন। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি ইউক্রেনে রুশ আক্রমণের বিষয়ে নয়া দিল্লির নিন্দা না জানানোর ব্যাপারে খোলামেলা আলোচনা করবেন। জাতিসংঘে ইউক্রেন আক্রমণের ওপর আনা নিন্দা প্রস্তাবে কোয়াডের (চার পক্ষীয় জোট) তিন সদস্য যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া ভোট দিলেও ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকে। দেশটি শুধু সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে কোয়াডের অন্য তিন নেতা কিশিদা, যুক্তরাষ্ট্রের জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানান। যদিও মোদি তাদের আহ্বানে সাড়া দেননি।