রানীশংকৈলে রবি শস‍্য গম সংগ্রহ অভিযান চলছে

 

মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সরকার কর্তৃক রবিশস‍্য গম সংগ্রহ অভিযান চলছে।

অন‍্যান‍্য বারের মতো এবারও সরকার কৃষকদের নিকট থেকে ২৮ টাকা কেজি দরে জন প্রতি ১ মে,টন করে রবিশস‍্য গম সংগ্রহ করছে।

এবার এই উপজেলার রানীশংকৈল মালদুয়ার খাদ‍্যগুদামে সরকারি ভাবে ১৬শ মে:টন এবং

নেকমরদ খাদ‍্যগুদামে ১৫৭৮ মে:টন রবি শস‍্য গম কৃষকদের নিকট ক্রয় করা হচ্ছে,

সর্বমোট ৩ হাজার ১ শ ৭৮ মে:টন। এ বিষয়ে রানীশংকৈল মালদুয়ার খাদ‍্য গুদাম কর্মকর্তা হারুন অর রশিদ গত বুধবার তিনার গুদামে গেলে জানায় সরকারি নীতিমালানুযায়ী যথারীতি স্বাস্থ্যবিধি মেনে কৃষকদের নিকট গম ক্রয় করা হচ্ছে এবং আজ (২৯ এপ্রিল) বৃহস্পতিবার নেকমরদ সাব খাদ‍্য গুদামে গিয়ে দেখা যায়,

গম সংগ্রহ অভিযান চলছে।

নবাগত খাদ‍্য গুদাম কর্মকর্তা সুমাইয়া জানায় আমি এই ষ্টেশনে সবেমাত্র সদ‍্য গত ৬ মাস হলো যোগদান করেছি তবে যথারীথি নিয়মে কৃষকদের নিকট রবিশস‍্য গম ক্রয় করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রন কর্মকর্তা নিখিল চন্দ্র রায় জানায়, রবিশস‍্য গম সংগ্রহ অভিযান আগামী ৩০ শে জুন পর্যন্ত চলবে।

এই গমক্রয় গত ২১ এপ্রিল উপজেলা পরিষদ হলরুমে লটারীর মাধ‍্যমে এ কার্যক্রমের উদ্ভোধন করা হয় এবং গত ২২ এপ্রিল থেকে রানীশংকৈলের দুইটি খাদ‍্যগুদামে কৃষকদের নিকট গম ক্রয় করা শুরু হয়েছে।