এ সপ্তাহের সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির ৫৪১ বারে কোম্পানিটির ৩২ লাখ ২১ হাজার ৩৮৭টি শেয়ার লেনদেন হয়।

দিনটিতে টপ টেন বা দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের দর বৃদ্ধি পায় ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৮৬ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

তৃতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার সর্বশেষ ২২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে— শেপার্ড ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইল, বসুন্ধরা পেপার মিলস, শাশা ডেনিমস, বাটা সু, ফার্মা এইডস ও ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস