শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২১) এবং দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকে কোম্পানির আগের হিসাব বছরের তুলনায় শেয়ারপ্রতি লোকসান থেকে শেয়ারপ্রতি আয়ে (ইপিএস) ফিরেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ২.২৮ টাকা। সে হিসেবে কোম্পানি শেয়ারপ্রতি লোকসান থেকে শেয়ারপ্রতি আয়ে (ইপিএস) ফিরেছে।
এদিকে, কোম্পানির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ১.১৩ টাকা। সে হিসেবে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে শেয়ারপ্রতি আয়ে (ইপিএস) ফিরেছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫.৯৯ টাকায়।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।