রাইট শেয়ার ছাড়বে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদ এমনটিই সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, কোম্পানিটি ১ আর: ২ অনুপাতে অর্থাৎ ২ টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে।
এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয় শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য কোম্পানিটর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী শেয়ারবাজারে ২০০৮ সালে তালিকাভুক্ত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।